ভুল প্রবাদ
মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে ?
এ প্রবাদটা
ভুল এবং
একটা ভুল বিশ্বাসের ভিত্তিতে এ প্রবাদ
প্রচলিত । আমাদের অনেকে রাগ বা অভিমান করে বলে ফেলেন , ‘ তুমি আমার বাড়িতে না এলে মহাভারত
কি অশুদ্ধ হয়ে যাবে নাকি ?
মহাভারত হিন্দুদের
ধর্মগ্রন্থ , যা মূলেই ভুল ও অশুদ্ধ ; কিন্তু এ প্রবাদটা ব্যবহার করে প্রকান্তরে আমরা স্বীকার করে নিচ্ছি যে , ‘ মহাভারত সহীহ –শুদ্ধ
গ্রন্থ ‘ । তুমি আমার বাড়িতে না এলেও এ গ্রন্থ
অশুদ্ধ হবে না । তাই জোর তাগিদের সঙ্গে বলে থাকি ,তুমি আমার বাড়িতে না এলে মহাভারত
কি অশুদ্ধ হয়ে যাবে নাকি ?
একজন মুসলমানের
জন্য এ প্রবাদটা পরিহারযোগ্য
ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।