Showing posts with label প্রচলিত কিছু ভুল. Show all posts
Showing posts with label প্রচলিত কিছু ভুল. Show all posts

Wednesday, November 6, 2019

বিদআত
 জন্ম অনুষ্ঠান পালন করা 
সুন্নত প্রদ্ধতিতে আকীকা না করে নিজের মনমত কোন দিন জন্ম অনুষ্ঠান পালন করা অনেকটা বেদআত এর সামীল । জন্ম অনুষ্ঠান পালন করার মাধ্যমে সুন্নত পরিপন্থী অনেক কাজ করা হয় । যেমনঃ
 ১. সাত দিনের হিসাবের প্রতি খেয়াল না রাখা ।
 ২ . নির্ধারিত দিনে বাচ্চার চুল না কাটা।
 ৩. সদকা না করা ।
 ৪. বকরি বা ভেড়া জবাই না করা ।
 ৫. যশ ও খ্যাতির জন্য যত ধরনের গর্হিত কাজ আছে সব কিছু করা ।
 আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করুন ।


ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য  মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।


Sunday, October 27, 2019


  ইনশা আল্লাহ / আলহামদু লিল্লাহ

এ দুটা শব্দ যথাস্থানে ব্যবহার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি । একটি জায়গায় আরেকটি বলে ফেলি। বলে থাকি ‘ ইন্শা আল্লাহ আমরা ভালোই আছি ‘, ইনশাল্লাহ আমাদের এখানে অনেক ধান হয়েছে । এভাবে বলা ভুল । মূলত আল্লাহর পক্ষ থেকে অর্জিত কোন নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ ( সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার ) । আর ভবিষ্যতে কোন কিছু করার ইচ্ছা পোষণ করলে বা সিদ্ধান্ত নিলে কাজটি যেন যথাযথভাবে সম্পাসন করা যায় । সেজন্য আল্লহ তাআলাএ ওপর ভরসা করে বলতে হয় । ইনসাল্লাহ (  যদি আল্লাহ তাআলা চান ) । তাই ভবিষ্যতের কোন কাজের ক্ষেত্রে  ‘আলহামদু লিল্লাহ ‘ বলা এবং অর্জিত কোন নিয়ামতের ওপর ‘   ইন্শা আল্লাহ ‘ বলা ভুল ।

ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য  মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।




সালাম দেওয়ার একটা ভুল পদ্ধতি

বিভিন্ন সবা- সমাবেশে  ভাষণ দেওয়ার সময় দেখা যায় ,বক্তাগণ মাইকের সামনে দাড়িয়ে সুদীর্ঘ বন্দনার অবতারনার পর সালাম দেন । এ রীতিটা ভুল । যেমন বলে থাকেন, ‘মঞ্চ উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি,মাননীয় পরিচালক,মান্যগণ্য অমুক অমুক সাহেব ও আমার শ্রোতানবন্ধুরা ,আসসালামু আলাইকুম ‘ । নিয়ম হল শ্রোতাদের মুখোমুখি হওয়ার সাথে সাথে সালাম দেওয়া । সাক্ষাতের নিয়াবলির ক্ষেত্রে সর্বপ্রথম সালামের কথাই বলা হয়েছে ।


ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য  মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।





একটি নামের ভুল ব্যবহার 


আমাদের দেশে কাজের ছেলে কে আব্দুল; নামে ডাকার একটা ভুল প্রচলন রয়েছে । ভিন্ন নাম থাকা সত্ত্বেও  দেখা যায় এদেরকে  ‘ আব্দুল ‘ নামে ডাকা হয় । আরবী  ‘ আব্দুন ‘ শব্দের অর্থ দাস বা গোলাম । এ নামটি হয়ত আব্দুল্লাহ ( আল্লাহ বান্দা ) এর সংক্ষিপ্ত রূপ ।  এ কারনেই  আব্দুল্লাহ কে  ‘আব্দুল’(যার অর্থ দাস) বলে ডাকা উচিত নয় । প্রকৃতভাবে আযাদ ও স্বাধীন কোন বান্দাকে আল্লাহর বান্দা না বলে ‘বান্দা’ বা ‘ দাস ‘ এর পরিচায়ক আব্দুল বলে ডাকা নিঃসন্দেহে অন্যায় এবং বেয়াদবি । একজন মানুষ গৃহপরিচায়ক হয়ে তো দাস হয়ে যায় নি


ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য  মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।


Sunday, October 20, 2019


সালামের কয়েকটি ভুল

১ . সালামের জবাব দিয়ে আবার সালাম দেওয়া
এ রীতি ভুল । উত্তম হল সালাম পাওয়ার অপেক্ষা না করে আগে সালাম  দেওয়া । কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তখন দায়িত্ব হল শুধু সালামের উত্তর দেওয়া ।
২. সালামের জবাব না দিয়ে আবার সালাম দেওয়া
এ রীতি ও ভুল । বড় কেউ যদি আগে সালাম দিয়ে ফেলে , তখন আমাদের  অনেকেই জবাব দিতে লজ্জাবোধ করে  । তাই জবাব না দিয়ে নতুন করে সালাম দেয় । এ রীতি পরিহারযোগ্য । কেউ  সালাম দিলে তার জবাব দেওয়া ওয়াজিব । তাই জবাব দিতে হবে ।
৩. কাউকে সালাম দেওয়ার পর  সালাম দিয়েছি বলা
সালাম দেওয়ার পর উত্ত্র না পেলে আমরা সাধারণত বলে থাকি  , ‘সালাম দিয়েছি ‘ । এভাবে  বলা ঠিক নয় । নিয়ম হল আবার সালাম দেওয়া  শ্রোতাকে শুনিয়ে যথাযথভাবে সালাম দিতে হবে । সালামের উত্তর যেমন সালামদাতাকে শুনিয়ে দিতে হয় , তেমনি শ্রোতাকে ও সালাম শুনিয়ে দিতে  হয় ।
৪. মনে মনে বা নিম্নস্বরে সালামের জবাব দেওয়া
এ অভ্যাস পরিহারযোগ্য । সালাম দাতাকে শুনিয়ে সালাম দিতে হয় ।
৫. অসময়ে সালাম দেওয়া
কুরআন হাদীসের আলোকে একেবারে স্পষ্ট যে , সালাম হচ্ছে সাক্ষাতের সময় সালাম হচ্ছে
সাক্ষাতের  বিভিন্ন আদবস্মূহের একটি আদব । সালাম ,মুসাফাহ ,মুআনাকা ইত্যাদি  এক মুসল্মানের সাথে আরেক মুসলমানের দেখা হলে করার মত কিছু আমল , যা রাসূসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন । কিন্তু দেখা যায় , দুআ বা মুনাজাত শেষ হলে অনেকে সালাম ­দিয়ে বসে থাকেন । এটা একটা ভিত্তিহীন রেওয়াজ । দুআ বা মুনাজাত শেষ হওয়ার সংগে সালামের কোন সম্পর্ক নেই ।
৬. সালামের উচ্চারন ভুল
সালাম একটি দুআ । ইসলামের শিআর ও প্রতীক পর্যায়ের  একটি আমল । এর সহীহ উচ্চারনে গুরুত্ব দেওয়া উচিত । কমপক্ষে এতটুকু বিশুদ্ধ করে পড়া উচিত যাতে করে অর্থ ঠিক থাকে । আরবী দেখে  অবশ্যই উচ্চারন ঠিক করা উচিত ।

ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য  মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।



Categories

About Me

My photo
I am Md Fakhrul Islam. I am a student of EEE of Daffodil International University I am expert in SEO and Graphic designing.

Contact Form

Name

Email *

Message *

Popular Posts