Showing posts with label কিভাবে অ্যান্ড্রয়েড অ্যপস গুলো কম্পিউটারে ব্যবহার করা যায়. Show all posts
Showing posts with label কিভাবে অ্যান্ড্রয়েড অ্যপস গুলো কম্পিউটারে ব্যবহার করা যায়. Show all posts

Friday, September 6, 2019

আমরা জানি যে অ্যান্ড্রয়েড হলো স্মার্টফোন এর অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ হলো কম্পিউটার এর অপারেটিং সিস্টেম । অ্যান্ড্রয়েড ডেভেলপাররা স্মার্টফোনে ব্যবহার উপযোগী  অ্যাপস তৈরি করে  থাকেন । কিন্তু আমরা যারা ব্যবহারকারী তারা  অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো পিসিতে ও ব্যবহার করতে চায় ।
কিন্তু দুঃখের বিষয় হলো এই যে, আমরা directly অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো  ইনস্টল করে ব্যবহার করতে পারব না । তাহলে আমরা কি অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো  পিসিতে ব্যবহার করতে পারব না? হ্যা পারব , তবে তার জন্য একটি third-party  software এর প্রয়োজন হবে । যে software টি দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো   পিসিতে ব্যবহার করতে পারব । আমি এই রকম  একটি software ( অ্যাপ্লিকেশন) নিয়ে আপনাদের সাথে আলোচনা করব । 
সফটওয়্যারটির নাম – Blustacks
Blustacks application players হল সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড অনুকরনকারী যেটি আপানার উইনডোজ ডেকস্টপে  অ্যাবড্রেড এর  অ্যাপ্লিকেশন ব্যবহার করতে অনুমতি দেবে ।এই সফটওয়ারটির মাধ্যমে খুব সহজে অ্যান্ড্রেয়েড ফোন এর গেমস এবং অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করা যাবে । তবে এখানে একটা গুরুত্বপূন্য কথা বলে নেই । এই সফটওয়্যারটি ব্যবহার করা জন্য আপনার পিসির কনফিগার অবশ্যই ভাল থাকতে হবে ।আপনার পিসির এর RAM যদি ৮ জিবি হয় , তাহলে খুব ভালভাবে
এই সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন । এখানে আর একটি বিষয় লক্ষণীয় যে আপনি এই সফটওয়্যারটি ফ্রি-তে ( বিনামূল্যে) ব্যবহার করতে পারবেন । 
software টি কিভাবে ডাউনলোড এবং পিসিতে ইনস্টল করে আপনার পিসিতে ব্যবহার করবেন  তা নিচে ধাপে ধাপে  আলোচনা করা হল ।
step 1 : প্রথমে আপনাকে সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হবে ।
step 2 :সফটওয়্যারটি ইনস্টল করুন এবং এবং সফটওয়্যার ও ডেটা ফাইলগুলির জন্য সঞ্চয়(save) স্থানটি  পছন্দ (choose) করুন। দুর্ভাগ্যক্রমে, আপনি ব্লুস্ট্যাক্স(Blustacks)  পরিবর্তন করতে পারবেন না - এটি আপনার বুট ড্রাইভে ডিফল্টরূপে ইনস্টল হবে।
step 3 :  ইনস্টল করা হয়ে গেলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সফটওয়্যারটি সাইন-ইন (sign in)  করুন । এভাবে সব কাজ হয়ে গেলে ,আপনি এবার সফটওয়্যারটি ওপেন করুন । ওপেন হয়ে গেলে আপনি গুগল প্লে স্টোর-টি দেখতে পারবেন । গুগল প্লে স্টোরে গিয়ে আপনি আপনার সব ইনস্টল করা
এবং কেনা অ্যাপস গুলো পাবেন ।
এখান থেকেই আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন  ।





Categories

About Me

My photo
I am Md Fakhrul Islam. I am a student of EEE of Daffodil International University I am expert in SEO and Graphic designing.

Contact Form

Name

Email *

Message *

Popular Posts