Sunday, October 27, 2019


  ইনশা আল্লাহ / আলহামদু লিল্লাহ

এ দুটা শব্দ যথাস্থানে ব্যবহার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি । একটি জায়গায় আরেকটি বলে ফেলি। বলে থাকি ‘ ইন্শা আল্লাহ আমরা ভালোই আছি ‘, ইনশাল্লাহ আমাদের এখানে অনেক ধান হয়েছে । এভাবে বলা ভুল । মূলত আল্লাহর পক্ষ থেকে অর্জিত কোন নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ ( সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার ) । আর ভবিষ্যতে কোন কিছু করার ইচ্ছা পোষণ করলে বা সিদ্ধান্ত নিলে কাজটি যেন যথাযথভাবে সম্পাসন করা যায় । সেজন্য আল্লহ তাআলাএ ওপর ভরসা করে বলতে হয় । ইনসাল্লাহ (  যদি আল্লাহ তাআলা চান ) । তাই ভবিষ্যতের কোন কাজের ক্ষেত্রে  ‘আলহামদু লিল্লাহ ‘ বলা এবং অর্জিত কোন নিয়ামতের ওপর ‘   ইন্শা আল্লাহ ‘ বলা ভুল ।

ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য  মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।


0 Comments:

Post a Comment

Categories

About Me

My photo
I am Md Fakhrul Islam. I am a student of EEE of Daffodil International University I am expert in SEO and Graphic designing.

Contact Form

Name

Email *

Message *

Popular Posts