Sunday, October 27, 2019




একটি নামের ভুল ব্যবহার 


আমাদের দেশে কাজের ছেলে কে আব্দুল; নামে ডাকার একটা ভুল প্রচলন রয়েছে । ভিন্ন নাম থাকা সত্ত্বেও  দেখা যায় এদেরকে  ‘ আব্দুল ‘ নামে ডাকা হয় । আরবী  ‘ আব্দুন ‘ শব্দের অর্থ দাস বা গোলাম । এ নামটি হয়ত আব্দুল্লাহ ( আল্লাহ বান্দা ) এর সংক্ষিপ্ত রূপ ।  এ কারনেই  আব্দুল্লাহ কে  ‘আব্দুল’(যার অর্থ দাস) বলে ডাকা উচিত নয় । প্রকৃতভাবে আযাদ ও স্বাধীন কোন বান্দাকে আল্লাহর বান্দা না বলে ‘বান্দা’ বা ‘ দাস ‘ এর পরিচায়ক আব্দুল বলে ডাকা নিঃসন্দেহে অন্যায় এবং বেয়াদবি । একজন মানুষ গৃহপরিচায়ক হয়ে তো দাস হয়ে যায় নি


ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য  মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।


0 Comments:

Post a Comment

Categories

About Me

My photo
I am Md Fakhrul Islam. I am a student of EEE of Daffodil International University I am expert in SEO and Graphic designing.

Contact Form

Name

Email *

Message *

Popular Posts