ভুল কথা
কার মুখ দেখে যে বের হয়েছিলাম
বাস্তবে এটি
একটি গর্হিত কথা , যার কোন ধরনের ভিত্তি নেই । আর এই ভিত্তি কথার উপর নির্ভর করে দিনের প্রথম
দেখা মানুষটির ব্যাপারে খারাপ ধারণা পোষন করার তো মারাত্নক অন্যায় ।
কারন আল্লাহ
তাআলা নিজেই বিভিন্ন হেকমতে বান্দাকে বালা-
মসিবত দিয়ে থাকেন , যেমন দিয়ে থাকেন অসংখ্য নিয়ামত । এর সাথে প্রথম দেখা মানুষটির
সাথে কোন সম্পর্ক নেই ।ইসলাম এ ধরনের মানসিকতা কে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে । ঘোষনা
করা হয়েছে –
‘ রোগ লেগে
যাওয়া , কুলক্ষন , পেচা ও সাফার এসবের কোন
বাস্তবতা নেই ‘ । - সহীহ বুখারি ,হাদীস ৫৭০৭ । তাছাড়া অযথা কারও প্রতি কু- ধারণা পোষন
করা গোনাহ । ইরশাদ হয়েছে – ‘ হে ঈমানদারগণ ! তোমরা অধিক ধারনা পরিহার কর । কারন কোন
কোন ধারনা গোনাহ ।‘ হুজরাত ১২
তাই এ ধরনের
অমূলক ধারনা ও অসমীচীন কথা পরিত্যাগ করা একজন মুমিনের অবশ্যকর্তব্য
।
0 Comments:
Post a Comment