ভুল আমল ,গোসল শেষে ওযু করা
অনেকে গোসল শেষ করে আবার পুরো ওযু করে। ওযু কেন করেছে জিজ্ঞাসা করলে বলে থাকে , নামাজ পড়বো তাই ।এর মানে হলো তারা মনে করে নামাজ পড়ার জন্য গোসল করাটা যথেষ্ট হয়নি ।তাই নামাজের জন্য আবার ওযু করে থাকে । এটা একটা ভুল আমল । গোসলের পর ওযু করার কোন বিধান নেই । ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ এবং পূর্ণ অজু করে নেওয়ার সুন্নত , যা গোসল এর একটি অংশ । তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করা ঠিক না ।
ইসলামের সঠিক তথ্যগুলো নিজে জানুন এবং পোস্টের লিংকটি শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের জানার সুযোগ করে দেন । এতে করে আপনি ও সওয়াবের ভাগিনার হবেন ।
Nice information
ReplyDelete