Monday, October 7, 2019




৭৮৬ কি বিসমল্লাহ – এর বিকল্প?

যেসব ক্ষেত্রে  ‘ বিসমিল্লাহ রাহমানির রাহীম ‘ লেখা মাসনুন বা মুস্তাহাব , সেসব ক্ষেত্রে অনেকেই   ‘৭৮৬’ লিখে থাকে । ‘আবজাদ ‘ এর হিসাবে এটি  ‘ বিসমিল্লাহ রাহমানির রাহীম ‘ – এর অক্ষরগুলোর সংখ্যামানের সমষ্টি । কারও কারও ধারণা যে, এই সংখ্যাগুলো লিখলে বা উচ্চারন করলে ‘ বিসমিল্লাহ ‘ লেখার বা বলার কাজ হয়ে যায় ।
এটা একটা ভুল ধারনা । মুখে  ‘ বিসমিল্লাহ রাহমানির রাহীম ‘ পাঠ করে যদি এই অংকগুলো লেখা হয় । তাহলে সেটি ‘ বিসমিল্লাহ ‘র চিহ্ন গ্ণ্য করা যেতে পারে  । কিন্তু  সরাসরি এই অংকগুলো ‘ বিসমিল্লাহ ‘র অংশ মনে করা ভুল ।
বলাবাহুল্য , একটি ‘ সুন্নতে মুতাওয়ারাসা ‘ যা সর্বযুগের  উলামা- মাশায়েক ও দ্বীনদার ব্যক্তিদের মধ্যে অনুসৃত ছিল , তা বাদ দিয়ে শুধু আবজাদি অংক লেখা কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না  


1 comment:

Categories

About Me

My photo
I am Md Fakhrul Islam. I am a student of EEE of Daffodil International University I am expert in SEO and Graphic designing.

Contact Form

Name

Email *

Message *

Popular Posts