আজ রোববার ভারতের কুপওয়ারা জেলার টংধড় পাহাড়ি অঞ্চলে পাকিস্তান এর সেনাদের গুলাগুলিতে
৯ জন মারা গেছে । নিহত ব্যাক্তিদের মধ্যে ৩ জন ভারতের এবং ৬ জন পাকিস্তানের । বিষয়টি
দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ।ইন্ডিয়া কতৃক নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকায় নয়াদিল্লি
কতৃক দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই এ ঘটনাটি ঘটে । এ ঘটনার কারনে দুই দেশের সেনা
কর্মকর্তারা একে অপরকে দোষ দিচ্ছে । ইন্ডিয়ান সেনাবাহিনির কর্নেল রাজেশ কালিয়া এএফপিকে বলেন, পাকিস্তান সেনাদের গুলাগুলি দুজন সেনা ও একজন বেসামরিক লোক মারা গেছে এবং এ ঘটনার কারনে কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৩ জন বেসামরিক লোক চিকিৎসার অধীনে রয়েছে ।
Sunday, October 20, 2019
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment