Saturday, September 7, 2019


ম্যাটল্যাব হল একটি High Level Programing language । এই Software টি ম্যাথওর্য়াক্স কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে । সফটওয়্যারটি কি কি কাজে ব্যবহার করা হয় ,আমি তা নিচে উল্লেখ করেছি –

১ । যে ক্যালকুলেশন গুলো করা অনেক কষ্টের বা জটিল টাইপের  এবং সমাধান করতে অনেক সময় নেয় ; এই জটিল সমস্যা গুলো দূত  সমাধান করতে ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা এই সফটও্যারটি ব্যবহার করে থাকেন ।
২। জটিল সার্কিট এর মডেল ডিজাইন করতে ব্যবহার করা হয় ।
৩। 3D মডেল যেমন – অ্যারোপ্লেন , ড্রোন ইত্যাদি ডিজাইন করতে এবং সিমুলেশন করে দেখতে পারি এগুলোর সার্কিট কেমন কাজ করছে ।
৪। জটিল টাইপের গ্রাপ গুলো মান দেওয়ার মাধ্যমে দেখা যায় খুব  সহজে ।



0 Comments:

Post a Comment

Categories

About Me

My photo
I am Md Fakhrul Islam. I am a student of EEE of Daffodil International University I am expert in SEO and Graphic designing.

Contact Form

Name

Email *

Message *

Popular Posts