Saturday, September 7, 2019

1. Delete Unused program ( অব্যবহৃত প্রোগামগুলো ডিলিট করা)
আমাদের পিসিতে এম অনেক প্রোগাম রাখি যা আমাদের কোন দরকার পড়ে না । আমরা হয়ত এই প্রোগামগুলো দিয়ে আগে কাজ করে ছিলাম ।কিন্তু এখন আর এই প্রোগামগুলো দিয়ে কাজ করা হয় না ।
তাই আমাদের এখন উচিত হবে অব্যবহৃত এই প্রোগামগুলো দিলিট করে দেওয়া। কারন এই প্রোগামগুলো আমাদের পিসির RAM স্থান দখল করে রাখে ।যার ফলে পিসির গতি ধীর হয়ে যায় । তাই আমাদের উচিত হবে অব্যবহৃত প্রোগামগুলো uninstall করে দেওয়া । এই অব্যবহৃত প্রোগামগুলো আনইনস্টল করে দিলেই পিসির RAM এর স্পেস খালি হবে । ফলে পিসির স্পিড বেড়ে যাবে ।
2. Limit Start Up Program ( স্টার্ট – আপ প্রোগাম গুলো লিমিট কিরে দেওয়া)
আমরা আমাদের পিসিতে এমন কিছু প্রোগাম এমন ভাবে সেট করি যেন পিসি অন হওয়ার সাথে সাথে প্রোগামগুলো স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যায় । কিন্তু আমরা হয়ত অনেকেই জানি না ,এই কাজটি করার ফলে আমাদের পিসির  গতি কমে যায় । কারন আমরা যে প্রোগামগুলো স্টার্ট – আপ প্রাগাম হিসিবে সেট করে রাখি,পিসি অন হওয়ার সময় স্টার্ট – আপে সেট করা প্রোগামগুলো সাথে করে নিয়ে অন হয় । যার ফলে পিসিকে অনেক লোড নিতে হয় । ফলে পিসি স্লো হয়ে যায় । তাই আমাদের উচিত হবে স্টার্ট-আপ প্রোগামগুলো লিমিট করে দেওয়া , মানে হছে আমাদের খুব বেশি ব্যবহার করা দুই একটা প্রোগাম স্টার্ট-আপ প্রোগাম হিসেবে রাখা ।
3. Dlete Damge File( ক্ষতিকর ফাইল গুলো কেটে ফেলা )
আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন অনেক ডেমেজ ফাইল তৈরি হয় । এই ডেমেজ ফাইলগুলি আমাদের পিসিকে স্লো করে দেয় । আমরা যদি প্রতিদিন একবার করে এই ডেমেজ ফাইল গুলি ডিলিট করি । তাহলে আমাদের পিসি স্লো হবে না । এখন আমি আপনাদের বলে দেব কিভাবে এই ডেমেজ ফাইলগুলি ডিলিট করতে হয় । প্রথমে আপনাকে কির্বোড থেকে  windows + R  চাপতে হবে । চাপার পর  ছোট আকারে একটা  আসবে । পেজের মধ্যে একটা টেক্স বক্স আসবে । ঐখানে  লিখতে হবে
Temp , তারপর Enter চাপতে হবে ।এরপর বড় আকারে একটা পেজ় ওপেণ হবে । পেজ় এড় মধ্যে অনেক ডেমেজ ফাইল দেখা যাবে । এগুলো ডিলিট করতে হবে । শুধু  temp ই নয় , এমঅন আরো keyword আছে ।  এই  keyword গুলোও আমরা ঐ টেক্স বক্স এর জায়গায় লিখে enter এ ক্লিক করলে ডেমেজ ফাইল  গুলো আসবে ।ডেমেজ ফাইল গুলো আসার পর ডিলিট করতে হবে । এভাবে আমারা যদি প্রতিদিন এই ডেমেজ ফাইল গুলিও ডিলিট করি , তাহলে পিসি  স্লো হবে না । অন্যন্য keyword গুলো হল , %temp% , recent , prefetch.
4. Sut down or  Restart (  বন্ধ করা বা বন্ধ করে পুনরায় চালু করা )
আমরা যখন আমাদের পিসি গুলো অনেক চালায় । তখন হার্ডডিক্স এবং মাদারবোর্ড এর উপর চাপ পড়ে । যার ফলে পিসি গরম হয়ে যায় । যার কারনে পিসি স্লো হয়ে যায় । বিশেষ করে এই সমস্যাটি ল্যাপটপ এর হয়ে থাকে । তাই চালানোর মাঝ সময়ে একবার sut down বা restart করে নেওয়া ভাল । তবে restart করে নেওয়া টা সবচেয়ে বেশি ভাল ।
5. Use Extra Ram ( অতিরিক্ত RAM ব্যবহার করা )
পিসির  RAM যদি কম হয় আর তাতে যদি অনেক গুলো SOFTWARE ইনস্টল করে রাখি তাতে পিসি স্লো হয়ে যায় । এই সমস্যা এড়ানোর জন্য পিসিতে EXTRA RAM ব্যবহার করতে হবে ।
পিসিগুলো আলাদা RAM ব্যবহার করার জন্য extra স্লট থাকে ।
৬ USE SSD (SOLID STATE DRIVE )  ( SSD হার্ডডিক্স ব্যবহার করা )
SSD     বা   HHD  হল  স্টোরেজ , যেখানে আমাদের তথ্যগুলো সংরক্ষিত থাকে । পিসি কেনার সময় যে হার্ডডিক্স টি থাকে  সেটা হল  HHD ( HARD DISK DRIVE) হার্ডডিক্স . সাধারন ভাবে
SSD এর স্পিড HHD চাইতে  বেশি থাকে । তাই Extra  হার্ডডিক্স হিসেবে আমরা যদি SSD ব্যবহার করি , তাহলে  পিসির স্পিড বেড়ে যাবে ।

পিসিগুলো আলাদা RAM ব্যবহার করার জন্য extra স্লট থাকে ।
৬. USE SSD (SOLID STATE DRIVE )  ( SSD হার্ডডিক্স ব্যবহার করা )
SSD     বা   HHD  হল  স্টোরেজ , যেখানে আমাদের তথ্যগুলো সংরক্ষিত থাকে । পিসি কেনার সময় যে হার্ডডিক্স টি থাকে  সেটা হল  HHD ( HARD DISK DRIVE) হার্ডডিক্স . সাধারন ভাবে
SSD এর স্পিড HHD চাইতে  বেশি থাকে । তাই Extra  হার্ডডিক্স হিসেবে আমরা যদি SSD ব্যবহার করি , তাহলে  পিসির স্পিড বেড়ে যাবে ।


0 Comments:

Post a Comment

Categories

About Me

My photo
I am Md Fakhrul Islam. I am a student of EEE of Daffodil International University I am expert in SEO and Graphic designing.

Contact Form

Name

Email *

Message *

Popular Posts