প্রোগামিং
ভাষার ভবিষ্যত এবং পাইথন
আমরা অনেকেই
মনে করি যে , প্রোগামিং ভাষার নাকি ভবিষ্যত নষ্ট হয়ে যায় । আস্লেই কি তাই যে , প্রোগামিং
ভাষার নাকি ভবিষ্যত নষ্ট হয়ে যায় ? আসলে এই চিন্তাধারাটি কতটুকু সঠিক সেটা নিয়ে ভাবার
বিষয় । সতী্যজারের অর্থে কোন প্রোগামিং ভাষারই ভবিষ্যত নষ্ট হয়ে যায় না । দিন যত যাচ্ছে প্রযুক্তি তত উন্নতি হচ্ছে যার ফলে
প্রোগামিং ভাষার সীমাবদ্ধতা চলে আসছে । যেমন – আমরা যদি সি প্রোগামিং ভাষা ব্যবহার করে বড় রকমের প্রজক্টে কাজ করতে চায় , তখন
আমাদের জন্য কষ্ট হয়ে যাবে । কারন এক হচ্ছে আমাদের কোড বেশি করতে হবে দ্বিতীয় হচ্ছে সি দিয়ে মেমোরি ম্যানেজমেন্ট ভাল্ভাবে করা যায় না । তাই আমরা এই কথা বলতে পারি না যে সি ভাষার
ভবিষ্যত নষ্ট হয়ে গেছে । সি দিয়ে মেমোরি ম্যানেজমেন্ট এর কাজ ভাল্ভাবে করা যায় না কিন্তু সি দিয়ে অপারেটিং সিস্টেম তৈরি করা যায় , ভাইরাস তৈরি করা
যায় , অ্যান্টিভাইরাস তৈরি করা যায়,এমভেডেড সিস্টেম নিয়ন্ত্রন করা যায় ,কম্পাইলার তৈরি ইত্যাদিসহ আরো অনেক রকমের ভালমানের অ্যাপ্লিকেশন
তৈরি করা যায় । একেকটা প্রোগামিং ভাষার একেকটা কাজের জন্য পারফেক্ট । তবু আমরা এখন
কথা বলব পাইথন প্রোগামিং ভাষার ভবিষ্যত নিয়ে
। পাইথন সম্পর্কে একটা গুরুত্বপূন্য তথ্য আপনাদের জানার দরকার , সেটা হল বর্তমান বিশ্বে পাইথনের
ব্যবহার দিন দিন বাড়ছে । কারন পাইথন দিয়ে খুব সহজে কম কোডিং করে অ্যাপলিকেশন
তৈরি করা যায় ।পাইথন বেশির ভাগ ব্যবহৃত হয়
ওয়েব অ্যাপলিকেশন তৈরিতে ।বর্ত্মান বিশ্বে নামকরা বড় বড় কোম্পানি গুলো পাইথনকে গুরুত্ব
সহকারে ব্যবহার করে থাকেন ।এ পর্যন্ত যতগুলো প্রোগামিং ভাষা রয়েছে , তাদের মধ্যে পাইথন
সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে । তাই আপনারা যারা পাইথন কে ক্যারিয়ার নিতে চান ,আপনাকে পাইথনের ভবিষ্যত নিয়ে
ভাবার কোন দরকার নাই ।
0 Comments:
Post a Comment